পারুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: পারুলিয়া বাজার কমিটির আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় পারুলিয়া স্পোর্টিং ক্লাবের মাঠে পারুলিয়া বাজার কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দেবহাটা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী নুর আমিন গাজী, বাজার কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাদের মহিউদ্দীন, ব্যবসায়ী আনোয়ারুল ইসলাম, রফিকুল ইসলাম পাখি, সফি ইসলাম, মোস্তাফিজুর রহমান মিঠু প্রমুখ।
উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন, পারুলিয়া বাজার কমিটির এই উদ্যোগ প্রশংসনীয়। ব্যবসার পাশাপাশি নিজেদের বিনোদন ও শারীরিক ফিটনেস ভালো রাখতে এই ধরনের আয়োজন দরকার।
উদ্বোধনী খেলায় পারুলিয়া মৎস্য অকসন সেন্টার একাদশ ও পারুলিয়া চিংড়ি বরফ, কাকড়াঁ ব্যবসায়ী একাদশ অংশ নেয়। ৯০ মিনিটের খেলায় পারুলিয়া মৎস্য অকসন সেন্টার একাদশ ২-০ গোলে জয়ী হয়।
পারুলিয়া বাজার কমিটির উদ্যোগে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/