সেপ্টেম্বর ১৪, ২০১৮
পারুলিয়া বাজার কমিটির উদ্যোগে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
পারুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: পারুলিয়া বাজার কমিটির আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় পারুলিয়া স্পোর্টিং ক্লাবের মাঠে পারুলিয়া বাজার কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দেবহাটা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী নুর আমিন গাজী, বাজার কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাদের মহিউদ্দীন, ব্যবসায়ী আনোয়ারুল ইসলাম, রফিকুল ইসলাম পাখি, সফি ইসলাম, মোস্তাফিজুর রহমান মিঠু প্রমুখ। 8,255,925 total views, 4,834 views today |
|
|
|