পারুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটার পারুলিয়ায় ১৪৫ ধারা অমান্য করে ঘের দখল ও বাড়ি-ঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় ইউনিয়নের নাজিরের ঘের এলাকায় এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী খেজুরবাড়িয়া গ্রামের আনোয়ার হোসেন বলেন, তিনি উপজেলার নাজিরের ঘের এলাকার মৃত মনির উদ্দীন গাজীর ছেলে বাবুর কাছ থেকে নাজিরের ঘেরের এসএ ২৩৭৯ ও ৯২৩৬৮ খতিয়ান দাগের এক একর ১৭শতক জমি কেনেন। কিন্তু বাবুর ভাই সফিকুল ইসলাম বাদী হয়ে বিজ্ঞ আদালতে ২৪ জুলাই ২০১৮ তারিখ ১৪৫ ধারায় একটি মামলা দায়ের করে। মামলা নং- পি-১১৯৭/১৮। এই ঘটনার পরে প্রকৃত ঘটনা যাচাই বাছাইয়ের জন্য ২ সেপ্টেম্বর ২০১৮ তারিখ দেবহাটা থানার এএসআই শামিম হোসেন উভয়পক্ষের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য লিখিতভাবে আদেশ জারি করেন। কিন্তু মঙ্গলবার সকালে নাজিরের ঘের এলাকার সফিকুল ইসলাম, একই এলাকার মৃত মনির উদ্দীন গাজীর ছেলে ইসমাইল গাজী, অমেদ আলীর ছেলে আব্দুর রাজ্জাক, উসমান সানার ছেলে কুদ্দুস সানা ১৪৫ ধারার আদেশ ভঙ্গ করে ওই জমিতে জোরপূর্বক প্রবেশ করে আনোয়ার হোসেনের ঘের দখল ও ঘর-বাড়ি ভাঙচুর করে।
এ ঘটনায় সফিকুল ইসলামের কাছে কথা বলার জন্য মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার ব্যবহৃত ফোনটি বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে দেবহাটা থানার এএসআই শামীম হোসেন বলেন, বিষয়টি শেষ বিকালের দিকে শুনেছি। শোনামাত্র ঘটনাস্থলে গ্রাম পুলিশ পাঠিয়েছি। সকাল হলেই ঘটনাস্থলে গিয়ে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।