পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় মটরযান আইনে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। এসময় বিভিন্ন অভিযোগ ৩২টি মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১৫ সেপ্টেম্বর) পাটকেলঘাটাস্থ খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়। অভিযানে পাটকেলঘাটা থানার (ওসি) তদন্ত শরিফুল ইসলাম’র নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন, এসআই দ্বীন মুহাম্মাদ, শাহাদাত হোসেন, শ্যামল কুমার, এএসআই জাকির হোসেন, এনামুল কবির প্রমুখ। অভিযানে কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, ইন্স্যুরেন্স, হেলমেটসহ প্রয়োজনীয় কাগজপত্রাদি না থাকায় মোটরযান আইনে ৩২টি মামলা দায়ের করা হয়।
8,180,809 total views, 3,170 views today