পাটকেলঘাটা/খলিষখালী প্রতিনিধি: পাটকেলঘাটায় নাশকতা মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৮ সেপ্টেম্বর) রাতে থানার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, খলিষখালী রাঘবকাটী গ্রামের মৃত মোজাম্মেল গাজীর ছেলে শাহাজান আলম (২৯), যুগিপুকুরিয়া গ্রামের মৃত হাজী পরশউল্লাহ সরদারের ছেলে আব্দুল সুবহান হাজী (৬১) এবং নগরঘাটার কাপাশডঙ্গা গ্রামের মৃত ঈমান আলী বিশ্বাসের ছেলে এরশাদ আলী বিশ্বাস (৬১)। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম রেজা জানান, শনিবার রাতে নাশকতার মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।
6,580,262 total views, 1,680 views today