নাজমুল হক, পাটকেলঘাটা: পাটকেলঘাটায় জতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহের আলোচনা সভায় তালা-কলারোয়া আসনের সাংসদ অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন, বিএনপির আমলে বিদ্যুতের খুটি কেলেংকারীর কথা আপনারা শুনেছেন কিন্তু বিদ্যুৎ পাননি। কিন্তু শেখ হাসিনার সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দিচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে শেখ হাসিনার সরকার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। এসময় তিনি পল্লী বিদ্যুৎ সমিতির উদ্দেশ্যে বলেন, জনগণের জন্য বিদ্যুৎ এবং জনগণের পয়সায় আপনাদের বেতন ভাতা সুতরাং জনগণের উপকারের কথা চিন্তা করেই নতুন সংযোগের ক্ষেত্রে ডিজাইন করবেন। তিনি শ্রমিকদের প্রশংসা করে বলেন, যখন বাইরে প্রচÐ ঝড়-বৃষ্টিতে আমরা বের হতে পারিনা সেই সময় শ্রমিকরা ঝড়-বৃষ্টি উপেক্ষা করে বিদ্যুতের লাইন মেরামতের কাজে নেমে পড়েন।
শনিবার (৮ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি সমিতির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
আলোচনা সভায় সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি সমিতির জেনারেল ম্যানেজার রবীন্দ্রনাথ দাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলার নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরিন, তালা-পাটকেলঘাটা সার্কেলের সহকারি পুলিশ সুপার অপু সরোয়ার, পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম, নগরঘাটা ইউনিয়ন চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, পাটকেলঘাটা হারুণ অর রশিদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল হক, প্রভাষক নাজমুল হক, পাটকেলঘাটা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাংবাদিক আব্দুল হাই, সরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে সেরা বিদ্যুৎ গ্রাহক হিসেবে সরুলিয়া ইউনিয়নের আ. সামাদ মোড়ল, বাণিজ্যিক বিদ্যুৎ গ্রাহক নলতার আব্দুস সামাদ, শিল্পে খলিষখালী আর্ক আইচ প্লান্টকে পুরস্কার দেওয়া হয়।
এর আগে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি পাটকেলঘাটার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পাটকেলঘাটায় জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ পালন : শেখ হাসিনার সরকার সোনার বাংলা প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে: মুস্তফা লুৎফুল্লাহ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/