পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটার খলিষখালীতে গাঁজাসহ তানভীর আহম্মেদ সজীব (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে খলিষখালীর টিকারামপুর স্কুলের পাশ থেকে তাকে আটক করা হয়। আটক তানভীর আহম্মেদ সজীব খলিষখালীর টিকারামপুরের আব্দুল খালেক সরদারের ছেলে। খলিষখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাফিজুর রহমান হাফিজ জানান, মঙ্গলবার সকাল ৭টার দিকে খলিষখালীর টিকারামপুর স্কুলের পাশ থেকে মাদক ব্যবসায়ী তানভীর আহম্মেদ সজীবকে একশ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এ ঘটনায় তার নামে পাটকেলঘাটায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলা নং-৪।
6,558,303 total views, 325 views today