পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছার কপিলমুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোছা. সাজেদা সুলতানা উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিসহ সহকর্মীরা তাকে অভিনন্দন জানিয়েছেন।
জানা যায়, মোছা. সাজেদা সুলতানা ১৯৯৯ সালে ব্রজলাল বিশ^বিদ্যালয় কলেজ থেকে বাংলা সাহিত্যে ¯œাতক (সম্মান) এবং ২০০০ সালে মাস্টার্স পাশ করেন। ২০০৩ সালের ১ জুন অবিবাহিত অবস্থায় তার নিজ উপজেলা অভয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক হিসেবে যোগদান করেন। তার পিতার নাম আবু বক্কর শিকদার, মাতার নাম মরিয়ম বেগম। পিতা-মাতার দু’সন্তানের মধ্যে তিনিই বড়। ২০০৬ সালে পাইকগাছা উপজেলার শিলেমানপুর গ্রামে পারিবারিকভাবে রুহুল আমিনের সাথে বিয়ে হয়। সাজেদার স্বামী রুহুল আমিন বেসরকারি সংস্থা সাস’র মানবসম্পদ আঞ্চলিক ব্যবস্থাপক (এইচআর) পদে তালা থানায় কর্মরত আছেন। বৈবাহিক কারণে যশোর জেলার অভয়নগর উপজেলা হতে বদলী হয়ে প্রথমে পাইকগাছার চাঁদখালী ইউপির সাহাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। এরপর ২০০৯ সালে বদলী হয়ে কপিলমুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। কপিলমুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে থাকাবস্থায় এ বছর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হন। শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিসহ তার সহকর্মীরা তাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি সকলের দোয়া ও আশীর্বাদ প্রার্থী।
পাইকগাছা উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক সাজেদা সুলতানা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/