পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছার পাতড়াবুনিয়া শ্মশান ও কালীমন্দিরের জায়গার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার (১৯ সেপ্টেম্বর) সকালে দু’পক্ষের উপস্থিতিতে সহকারি কমিশনার (ভূমি) মো. আব্দুল আউয়াল এই অবৈধ স্থাপনা অপসারণ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গড়ইখালীর তহশীলদার মো. নুরুল ইসলাম, কয়রা আমাদীর ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান প্রশান্ত বাইন, ইউপি সদস্য বিপুল ম-ল, কলেজ শিক্ষক শক্তিপদ ম-ল, সার্ভেয়ার সাকিরুলসহ দুটি ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ১৫ আগস্টে শুড়িখালী বাজারের পাশে গড়ইখালীর পাতড়াবুনিয়ার সার্বজনীন শ্মশান ও কালীমন্দিরের জমি ক্রয় সূত্রে স্থানীয় আছাদুল ও ফরহাদ গাইন দখল করে। বিরোধপূর্ণ এই জমিতে ১৩টি টিনসেডের ঘর নির্মাণ করলে বিরোধ দেখা দেয়। এ নিয়ে দুটি ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ ইউএনও’র কাছে অভিযোগ করলে তিনি ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেন। প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে এলাকাবাসীর ডাকে রবিবার বিকালে মন্দির চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কালীমন্দিরের সভাপতি সুকুমার ম-ল ও সম্পাদক প্রশান্ত ম-ল জানান, সমাবেশের পর রাতে ফরহাদরা ঘরের কাঠামো রেখে টিনের ছাউনি, বেড়াসহ বেশিরভাগ অংশ ভেঙে ফেলে দিয়ে আমাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন।
ঘটনাস্থল পরিদর্শনের করে ওসি আমিনুল বিপ্লব বলেন, ফরহাদ গাইন ভাঙচুরের অভিযোগ এনে দুটি ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দের নামে অভিযোগ করেছেন। এ নিয়ে শুক্রবারে দু’পক্ষকে নিয়ে বসাবসির কথা রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে ভারপ্রাপ্ত ইউএনও ও এসিল্যান্ড মো. আব্দুল আউয়াল বলেন, বুধবার সকালে ঘটনাস্থলে গিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দু’পক্ষকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
পাইকগাছায় শ্মশান ও কালীমন্দিরের অবৈধ স্থাপনা উচ্ছেদ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/