পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় আলোচিত কলেজ ছাত্র রাসেল হত্যা মামলায় পাঁচ আসামির জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সকালে পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে তারা জামিনের আবেদন জানান।
জামিন না মঞ্জুর হওয়া আসামিরা হলেন- আজু মোল্লা, শাহাবুদ্দীন মোল্লা, রেজাউল ইসলাম, হাফেজ উদ্দীন, রবিউল মোল্লা।
এদিকে, মামলার তদন্ত কর্মকর্তা এসআই শহিদ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন।
উল্লেখ্য, গত ১ বৈশাখ বিকালে তুচ্ছ ঘটনায় উপজেলার পুরাইকাটি গ্রামের মতলেব সরদারের কলেজ পড়ুয়া ছেলে রাসেলকে নতুন বাজারে পিটিয়ে আহত করে তার প্রতিপক্ষ। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাসেলের অকাল মৃত্যু ঘটে। এ ঘটনায় নিহতের মা কোহিনুর বেগম থানায় আটজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। যার নং- ১১/১৮।