পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় বসতবাড়ি ভাঙচুর, মারপিট ও অবৈধভাবে জমি দখল করার অভিযোগে আইনজীবী ও ভূমিদস্যুদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে পৌর সদরের বাতিখালী গ্রামের রেহানা পারভীন। শুক্রবার (৭ সেপ্টেম্বর) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্য পাঠকালে রেহানা পারভীন বলেন, আমার ভাই আবুল কালাম আজাদ হরিতলা মন্দিরের সামনে বাতিখালী মৌজার এসএ ৬ খতিয়ানের সাড়ে ২৩ শতক জমির মালিক। ওই জমিতে আমার ভাই পাকা গোলপাতার ছাউনি দিয়ে ঘর নির্মাণ করে বসবাস করে আসছে। আমার ভাই আজাদ কর্মসূত্রে ঢাকায় অবস্থান করায় একটি মহল ওই দাগ খতিয়ানের কিছু জমি অবৈধ ও ভুয়া কাগজপত্রের মাধ্যমে ক্রয় করে দখলের চেষ্টা করছে। ওই জমা-জমি নিয়ে বরকত আলী পাইকগাছা সিনিয়র সহকারি জজ আদালতে প্রিয়েমশন মামলা করেন ও আমার ভাই কালাম খুলনা সাব-জজ ৪র্থ আদালতে দে. ৭৭/০৮ নং বাটোয়ারা মামলা করে। মামলা চলমান ও বিচারাধীন রয়েছে। এ অবস্থায় প্রতিপক্ষরা জমি দখলের চেষ্টা অব্যাহত রাখে। এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য বরাবর লিখিত আবেদন করলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পুলিশকে নির্দেশ দেন। গত ১৮ আগস্ট আমি অসুস্থ হতে হাসপাতালে ভর্তি হলে আইনজীবী সমিতির সভাপতি, সেক্রেটারির নেতৃত্বে মান্নান মোড়ল, নজরুল রহমানসহ দু’শতাধীক নারী পুরুষ নালিশী সম্পত্তিতে গিয়ে ভাইয়ের বসতঘর ভাংচুর করে ব্যাপক ক্ষতিসাধন করে। এসময় আমার মা বাঁধা দিতে গিলে প্রতিপক্ষরা তাকে মারপিট করে আহত করে। বিষয়টি পুলিশকে অবহিত করলেও এ ব্যাপারে তারা কোন ব্যবস্থা নিচ্ছেন না। সংবাদ সম্মেলনের মাধ্যমে রেহানা পারভীন সুষ্ঠু ও ন্যায় বিচার দাবি করেন।
পাইকগাছায় বসতবাড়ি দখল করার অভিযোগে সংবাদ সম্মেলন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/