পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্টের লীগ পর্যায়ের দ্বিতীয় খেলায় ফাইনালে উন্নীত হয়েছে কপিলমুনি।
সোমবার (১০ সেপ্টেম্বর) বিকালে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে এই খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় রাড়–লী ইউনিয়ন ও কপিলমুনি ইউনিয়ন অংশগ্রহণ করে। কপিলমুনি ইউনিয়ন ৩-১ গোলে রাড়–লী ইউনিয়ানকে হারিয়ে লীগ পর্যায়ে ৬ পয়েন্ট নিয়ে ফাইনালে উন্নীত হয়েছে।
খেলায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মো. আব্দুল আউয়াল, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, সদস্য সচিব ও যুব উন্নয়ন কর্মকর্তা মো. রেজাউল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, কপিলমুনি চেয়ারম্যান কওছার অলী জোয়াদ্দার, সরকারি কর্মকর্তা মোজাফ্ফার হোসেন, এস এম শহিদুল্লাহ, ওসি (অপারেশন) প্রবীন চক্রবর্তী, কাউন্সিলর মাহবুবুর রহমান রঞ্জু, মোর্তজা জামান আলমগীর রুলু, ইলিয়াস হোসেন, উত্তম কুমার দাশ, প্যানেল মেয়র আসমা আহম্মেদ, সাজ্জাত আলী সরদার, শিক্ষক অজিত কুমার ম-ল, রাড়–লী ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুল হামিদ গাজী, জাহান আলী গাজী, আব্দুস সাত্তার গাজী, সাইফুল ইসলাম গোলদার প্রমুখ। মাঠ পরিচালকের দয়িত্ব পালন করেন রমজান আলী, অ্যাডভোকেট মুনজুরুল হাসান, তুষার কান্তি ম-ল, মিনারুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শিহাবউদ্দীন ফিরোজ বুলু ও নুরুজ্জামান টিটু।
পাইকগাছায় বঙ্গবন্ধু টুর্নামেন্টে কপিলমুনি ফাইনালে
https://www.facebook.com/dailysuprovatsatkhira/