Site icon suprovatsatkhira.com

পাইকগাছায় নীতিমালা মেনে ১০ টাকার চাল বিক্রির নির্দেশনা ইউএনও’র

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় প্রচার না করে ১০ টাকা মূল্যের চাল বিক্রির অভিযোগ ওঠায় ডিলারদের প্রতি ব্যাপক প্রচারণাসহ নীতিমালা মেনে চাল বিক্রির নির্দেশনা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
বুধবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারি কমিশার ( ভুমি) মো. আব্দুল আউয়াল সরকারের এ খাদ্য বান্ধব কর্মসূচি সফল করতে খাদ্য নিয়ন্ত্রক, গুদাম কর্মকর্তার উপস্থিতিতে ২৪ ডিলারকে কঠোর হুশিয়ারী দিয়ে বলেছেন, কোথাও চাল বিতরণে গাফিলতি ও অনিয়ম হলে তাদের ডিলারশিপ বাতিলসহ আইনী ব্যবস্থা গ্রহণে করা হবে। এদিকে গতকাল খাদ্য কর্মকর্তা মনিরুল ইসলাম সিদ্দীকি ফিরোজ, গুদাম কর্মকর্তা তরুন বালার উপস্থিতিতে অবশিষ্ট তিন স্থানে চাল বিক্রি করা হয়েছে। জানা গেছে, রাড়ুলীর ষষ্ঠী তলায় ডিলার উত্তম কুমার দাশ ৩ ও ৪ ওয়ার্ডের ৩৮৯ কার্ডধারীর মধ্যে চাল বিক্রি করেন। চাঁদখালীতে কাটাখালী বাজারে ৪৬৫ কার্ডের চাল বিক্রি করেন ডিলার বারিক গাজী। এ সময় ইউপি সদস্য সুশুমা মন্ডল, আলাউদ্দীন গাজীসহ অনেকে উপস্থিত ছিলেন। দেলুটির ১নং ওয়ার্ডে ডিলার কার্তিক সরকার ৩৮০ কার্ডধারীর মধ্য চাল বিতরণ করে। এ সময় উপস্থিত ছিলেন দ্বীজেন মন্ডল, ইউপি সদস্য সুপদ রায়, বিশ্বজীত, রনধীর মন্ডল, নিরাপদ দফাদার, ডালিম মন্ডল প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version