বাবুল আক্তার, পাইকগাছা: পাইকগাছা উপজেলা প্রশাসন এবং সড়ক ও জনপদ বিভাগের উদাসীনতার কারণে সরকারের প্রায় কোটি টাকার ফেরি ও পল্টন শিবসা নদীর চরে অকেজো হয়ে পড়ে আছে। দীর্ঘদিন লবণ পানিতে পড়ে থাকার কারণে এগুলো মরিচা ধরে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। আবার রাতের আঁধারে পল্টনের ¯িøপারসহ বিভিন্ন অংশ কেটে নিয়ে বিক্রয় করছে কেউ কেউ।
খোঁজ নিয়ে জানা গেছে, শিবসা নদীর উপর শিববাটী ব্রিজটি চালু হওয়ার কারণেই পল্টন ও ফেরির প্রয়োজনীতা না থাকায় শিবসা নদীর চরে এগুলো সংরক্ষণ না করে ফেলে রাখা হয়েছে। সেতুটি চালু হওয়ার প্রায় ১০ বছর পার হলেও সড়ক ও জনপদ বিভাগ এই পল্টনগুলো অপসারণের কোন উদ্যোগ নেয়নি। দীর্ঘদিন চরে কাদা মাটিতে পড়ে থাকার কারণে পলি জমে অর্ধেকটা মাটিতে ভরাট হয়ে নষ্ট হয়ে গেছে। সড়ক ও জনপদ বিভাগ একটু সুদৃষ্ট দিলে এসব ফেরি ও পল্টন রক্ষা পেত।
এ ব্যাপারে শিববাটী এলাকার বাসিন্দা এম মোসলেম উদ্দীন আহম্মেদ বলেন, ফেরি ও পল্টন এখন আর কাজে আসে না। রাতের আঁধারে এ ফেরির বিভিন্ন মূল্যবান অংশ কে বা কারা চুরি করে কেটে নিয়ে যাচ্ছে।
এ বিষয়ে উপজেলা সহকারি কর্মকর্তা (ভূমি) ও নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জানান, আমি এ বিষয়ে কিছুই জানি না। ইউএনও স্যার বদলীর কারণে আমি ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছি। তবে আপনার কাছ থেকে শুনছি। এ বিষয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবো।
পাইকগাছায় কোটি টাকার পল্টন ও ফেরি অকেজো
https://www.facebook.com/dailysuprovatsatkhira/