সেপ্টেম্বর ১, ২০১৮
পাইকগাছায় কোটি টাকার পল্টন ও ফেরি অকেজো সড়ক ও জনপদ বিভাগের উদাসীনতা
বাবুল আক্তার, পাইকগাছা: পাইকগাছা উপজেলা প্রশাসন এবং সড়ক ও জনপদ বিভাগের উদাসীনতার কারণে সরকারের প্রায় কোটি টাকার ফেরি ও পল্টন শিবসা নদীর চরে অকেজো হয়ে পড়ে আছে। দীর্ঘদিন লবণ পানিতে পড়ে থাকার কারণে এগুলো মরিচা ধরে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। আবার রাতের আঁধারে পল্টনের ¯িøপারসহ বিভিন্ন অংশ কেটে নিয়ে বিক্রয় করছে কেউ কেউ। 8,412,668 total views, 821 views today |
|
|
|