Site icon suprovatsatkhira.com

পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ে সততা সংঘের মতবিনিময়

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাথে পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের সততা সংঘ ও পরামর্শক কাউন্সিলের সদস্যবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৩টায় নিজে সৎ থাকা ও অন্যদের সৎ থাকার চেতনা সৃষ্টির লক্ষ্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোমিনুল ইসলামের সভাপতিত্বে ও মানবাধিকার কর্মী সাকিবুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জিয়াউদ্দিন আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট শাহনওয়াজ পারভীন মিলি, দুপ্রক’র সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, দুপ্রক’র সহ-সভাপতি মুরসিদা আকতার, সদস্য রেবেকা সুলতানা ও সততা সংঘের সদস্য মোছা. বৈশাখী সুলতানা। সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক আনোয়ার হোসেন ও কানিজ ফাতেমা।
বক্তারা বলেন, তরুণ প্রজন্মের মধ্যে সততা এবং নিষ্ঠাবোধ সৃষ্টি ও দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার কার্যক্রমে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের সম্পৃক্ত করে দুর্নীতির প্রতিরোধে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে সততা সংঘ কাজ করছে। (প্রেস বিজ্ঞপ্তি)

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version