তালা প্রতিনিধি: বাংলাদশে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন ৪র্থ শ্রেণির সরকারি কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি নজরুল ইসলাম রাজের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাতক্ষীরায় কর্মরত কর্মচারীবৃন্দ।
নজরুল ইসলাম রাজ গত শনিবার (৮ আগস্ট) সকালে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি তাড়াশ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন এবং বাংলাদশে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন ৪র্থ শ্রেণির সরকারি কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সভাপতি ছিলেন।
তার এই মৃত্যুতে বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন সাতক্ষীরায় কর্মরত সকল কর্মচারীবৃন্দ।