Site icon suprovatsatkhira.com

পত্রদূত সম্পাদক আলাউদ্দীন হত্যা মামলার বিচারের দাবিতে মুক্তিযোদ্ধা সংসদের মানববন্ধন

ডেস্ক রিপোর্ট: দৈনিক পত্রদূত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শহীদ স.ম. আলাউদ্দীন হত্যা মামলার বিচার ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন কর্মসূচিতে জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোশারফ হোসেন মশুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবু বক্কর সিদ্দিক, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হাসানুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা আবু আহমেদ, মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার, মুক্তিযোদ্ধা আব্দুল মোমিন ও শহীদ আলাউদ্দিনের কন্যা জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব লায়লা পারভীন সেঁজুতি।
বক্তারা বলেন, দীর্ঘ ২২ বছর অতিবাহিত হলেও স.ম আলাউদ্দিন হত্যা মামলার বিচার আজও শেষ হয়নি। আসামিরা বিভিন্ন অজুহাতে মামলার বিচার কার্যক্রম বাঁধাগ্রস্ত করে আসছে। ইতোমধ্যে চাঞ্চল্যকর এই হত্যা মামলার পাবলিক সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। প্রভাবশালী আসামিরা মামলার ন্যায় বিচার বাধাগ্রস্ত করতে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে।
বক্তারা এ ব্যাপারে সাতক্ষীরাবাসীকে সজাগ থাকার আহবান জানান এবং দ্রæত বিচার শেষ করার দাবি জানান।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version