Site icon suprovatsatkhira.com

ন্যাশনাল সার্ভিস কর্মসূচির প্রশিক্ষণার্থীদের সাহসী ও উদ্যোগী হতে হবে: আবুল হাছান

মফিজুল ইসলাম অক্ষর: ‘যুবকদের জাগরণ বাংলাদেশের উন্নয়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচির প্রশিক্ষণার্থীদের সাথে ন্যাশনাল সার্ভিস সেলের পরিচালক (যুগ্ম সচিব) আবুল হাছান খান মতবিনিময় করেছেন।
শনিবার (২২ সেপ্টেমবার) সকাল ১০টায় সাতক্ষীরা যুব উন্নয়ন অধিদপ্তরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক রফিকুল ইসলাম, সহকারী পরিচালক মো. আব্দুল কাদের প্রমুখ।
এ সময় ন্যাশনাল সার্ভিস সেলের পরিচালক আবুল হাছান খান প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, “পড়াশোনার পাশাপাশি কঠোর পরিশ্রমী, সাহসী ও উদ্যোগী হতে হবে। ন্যাশনাল সার্ভিস একটি নির্দিষ্ট সময়ের জন্য। এটা শুধুমাত্র ছাতা সরূপ। বেকারত্ব দূরীকরণ ও আত্ম কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার এ প্রকল্প হাতে নিয়েছে।”

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version