Site icon suprovatsatkhira.com

নুরনগরে বিদ্যুতের লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ

নয়ন আহমেদ, নুরনগর (শ্যামনগর): শ্যামনগরের নুরনগরে বিদ্যুতের লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। দিনের বেশির ভাগ সময় বিদ্যুৎ না থাকায় এলাকার সাধারণ মানুষের নিত্যদিনের কর্মকা-ে ব্যঘাত ঘটছে। চরম বিপাকে পড়ছে স্কুল-কলেজের শিক্ষার্থী ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো। আকাশে মেঘ জমলে অথবা গুড়িগুড়ি বৃষ্টি শুরু হলে নুরনগরে আর বিদ্যুতের দেখা মেলে না। আবার দিনে-রাতে কোন কারণ ছাড়াই বিদ্যুতের আসা-যাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে নুরনগরবাসীর।
এলাকাবাসীর অভিযোগ, দিনের এক-তৃতীয়াংশ সময় বিদ্যুৎ না থাকলেও প্রতিমাসেই অতিরিক্ত বিল দিতে হচ্ছে।
ব্যবসায়ী ফজর আলী বলেন, লোডশেডিংয়ে আমাদের ব্যবসা করতে খুব কষ্ট হচ্ছে। একেতো তীব্র গরম পড়ছে অন্যদিকে লোডশেডিংয়ে ব্যবসা প্রতিষ্ঠাও লাটে উঠছে।
কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করে বলে, দিনেরাতে সমানতালে লোডশেডিং এর কারণে শ্রেণিকক্ষে যেমন ক্লাস করতে পারি না, তেমনি রাতে বাড়িতেও পড়াশুনা করতে পারি না।
এদিকে, বিদ্যুৎ সরবরাহ না থাকার কারণে সময়মত বরফ ডেলিভারি দিতে না পারছে না বরফ কল মালিকরা। এ কারণে নষ্ট হচ্ছে বাগদা চিংড়িসহ রপ্তানিযোগ্য অন্যান্য মাছ। গরমে-ঘামে-অপেক্ষায়-তিক্ততায় অস্থির মানুষ কি বিদ্যুৎ-এর অনবরত লোডশেডিং এর কবল থেকে রেহাই পাবে না?- এ প্রশ্ন নুরনগরবাসীর।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version