Site icon suprovatsatkhira.com

নির্মাণের এক বছরের মধ্যেই ব্যাংদহা-সাতক্ষীরা সড়কে খানাখন্দ

জিএম আজিজুল ইসলাম, ফিংড়ী প্রতিনিধি: গত বছর সংস্কার করা হয়েছিল সাতক্ষীরা-ব্যাংদহা সড়ক। কিন্তু এক বছর যেতে না যেতেই সড়কেটির অধিকাংশ স্থানে খানাখন্দ সৃষ্টি হয়েছে। দক্ষিণ ফিংড়ী প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় ভারী যানবহন চলাচলের কারণে পিচ, খোয়া উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী ও স্কুল পড়–য়া শিশুদের।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সাতক্ষীরা-ব্যাংদহা সড়কের দক্ষিণ ফিংড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারের সামনে রাস্তাটি বড় বড় গর্তের সৃষ্টি হয়ে হাটু পানি জমে গেছে। এতে করে সাধারণ পথচারী, ভ্যান, সাইকেল, মটর সাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচলে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। বিশেষ করে, সড়কের আশপাশে ফিংড়ী স্বাস্থ্য কেন্দ্র, গাভা মাধ্যমিক বিদ্যালয়, গাভা মাদ্রাসাসহ অসংখ্য প্রতিষ্ঠান গড়ে উঠেছে। ফলে শিক্ষার্থীরা সময়মত বিদ্যালয়ের যেতে পারছে না। অসুস্থ মানুষ চিকিৎসার জন্য নির্বিঘেœ স্বাস্থ্য কেন্দ্রে যেতে পারছে না। এছাড়া রাস্তাটির অধিকাংশ জায়গায় পুকুর, খানা-খন্দক আর বড় বড় গর্তের সৃষ্টি হয়ে মরণ ফাঁদে পরিণত হয়েছে। ব্যস্ততম এই সড়কে সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে।
স্থানীয়রা জানান, এই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ চলাচল করে। রাস্তাটির অধিকাংশ জায়গায় বড় বড় গর্ত হয়ে পানি জমে গেছে। এতে রাস্তায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। গত বছর রাস্তাটি সংস্কার করা হয়েছিল। কিন্তু কিভাবে রাস্তা করেছে যে, এক বছরে রাস্তার এ পরিণতি হয়?
এদিকে ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফিংড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুর রহমান দৈনিক সুপ্রভাত সাতক্ষীরাকে জানান, ব্যাংদহা-সাতক্ষীরা সড়কটি বর্তমান সময়ে খুবই ব্যস্ততম সড়ক। কারণ আশাশুনি-সাতক্ষীরা সড়কটি জরাজীর্ণ হওয়ায় অধিকাংশ যানবাহন এই সড়ক দিয়ে চলাচল করে। গত বছরে সড়কটি সংস্কার করা হয়েছিল। কিন্তু ঠিকাদারের গাফিলতির কারণে বছর ঘুরতে না ঘুরতে আবার সড়কটি নষ্ট হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version