Site icon
suprovatsatkhira.com

নির্বাচন এলেই ষড়যন্ত্রে লিপ্ত হয় রব কামালরা: মুস্তফা লুৎফুল্লাহ

ডেস্ক রিপোর্ট: আ.স. ম রব প্রথম জাতীয় পতাকা উত্তোলক ও মুক্তিযোদ্ধা হিসেবে নিজেকে পরিচয় দেন। একইভাবে ড. কামাল হোসেন সংবিধানের প্রণেতা হিসেবে পরিচয় দেন। অথচ জামায়াতের প্রিয় দোসর বিএনপি’র সাথে শুধুমাত্র লোভের বশবর্তী হয়ে হাত মিলিয়েছে। তারা কখনও গণতান্ত্রিক উপায়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না। তাই মার্কিনীদের মিত্র সেজে দেশের স্বার্থ বিকিয়ে দিতে চাইছে। নির্বাচন এলেই এই শক্তি নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়। এবারও সেই ধো ধরেছে। ছাত্রমৈত্রী রীমুসহ সব শহীদদের সংগঠন। রীমুরা জামায়াতও তাদের দোসরদের হাত থেকে দেশকে বাঁচাতে জীবন দিয়েছে। রীমু বেঁচে থাকলে বিএনপি-জামায়াতসহ রব কামালদের এসব ষড়যন্ত্র রুখে দিতো বীরোচিতভাবে। ছাত্রমৈত্রী যুবমৈত্রী ওয়ার্কার্স পার্টি বাংলাদেশকে পেছন দিকে হাটতে দেবে না। প্রয়োজনে রক্ত দেবে, জীবন দেবে, দেশ বিরোধী সকল ষড়যন্ত্র রুখে দেবে।
জামায়াত-শিবিরের ক্যাডারদের হাতে নৃশংসভাবে নিহত ছাত্রমৈত্রী’র নেতা শহীদ জুবায়ের চৌধুরী রীমু’র ২৫তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য, সাতক্ষীরা জেলা সভাপতি ও তালা-কলারোয়া আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেছেন।
সাতক্ষীরার কৃতি সন্তান, ক্রিকেটার ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রমৈত্রীর নেতা জুবায়ের চৌধুরী রীমু’র
২৫তম মৃত্যুবার্ষিকীতে সাতক্ষীরায় আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
বুধবার দুপুর ১২টায় বাংলাদেশ ছাত্রমৈত্রী ও যুবমৈত্রী সাতক্ষীরা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স মিলনায়তনে এ আলোচনা সভা’র আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন ছাত্রমৈত্রীর সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি প্রণয় সরকার। সভায় আরও বক্তব্য রাখেন সাতক্ষীরা জজ কোর্টের অতি. পিপি অ্যাড. ফাহিমুল হক কিসলু, স্বপন কুমার শীল, ছাত্রমৈত্রী’র কেন্দ্রীয় নেতা অদিতি আদৃতা সৃষ্টি, অধ্যক্ষ শিবপদ গাইন, বিশ্বনাথ কয়াল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মফিজুল হক জাহাঙ্গীর।
আলোচনা সভার আগে শোক র‌্যালি, রীমু’র সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও শহীদ স্মৃতি ফলকে শপথ গ্রহণ করে এই ছাত্র ও যুব সংগঠনের নেতাকর্মীরা।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
error
fb-share-icon
Exit mobile version