সেপ্টেম্বর ২১, ২০১৮
নির্বাচন এলেই ষড়যন্ত্রে লিপ্ত হয় রব কামালরা: মুস্তফা লুৎফুল্লাহ
ডেস্ক রিপোর্ট: আ.স. ম রব প্রথম জাতীয় পতাকা উত্তোলক ও মুক্তিযোদ্ধা হিসেবে নিজেকে পরিচয় দেন। একইভাবে ড. কামাল হোসেন সংবিধানের প্রণেতা হিসেবে পরিচয় দেন। অথচ জামায়াতের প্রিয় দোসর বিএনপি’র সাথে শুধুমাত্র লোভের বশবর্তী হয়ে হাত মিলিয়েছে। তারা কখনও গণতান্ত্রিক উপায়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না। তাই মার্কিনীদের মিত্র সেজে দেশের স্বার্থ বিকিয়ে দিতে চাইছে। নির্বাচন এলেই এই শক্তি নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়। এবারও সেই ধো ধরেছে। ছাত্রমৈত্রী রীমুসহ সব শহীদদের সংগঠন। রীমুরা জামায়াতও তাদের দোসরদের হাত থেকে দেশকে বাঁচাতে জীবন দিয়েছে। রীমু বেঁচে থাকলে বিএনপি-জামায়াতসহ রব কামালদের এসব ষড়যন্ত্র রুখে দিতো বীরোচিতভাবে। ছাত্রমৈত্রী যুবমৈত্রী ওয়ার্কার্স পার্টি বাংলাদেশকে পেছন দিকে হাটতে দেবে না। প্রয়োজনে রক্ত দেবে, জীবন দেবে, দেশ বিরোধী সকল ষড়যন্ত্র রুখে দেবে। 8,769,900 total views, 1,623 views today |
|
|
|