ডেস্ক রিপোর্ট: নিউজ নেটওয়ার্ক সাতক্ষীরা জেলা ককার্স-এর কার্যনির্বাহী কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় কমিটির অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
নিউজ নেটওয়ার্ক সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অধ্যাপক আনিসুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার সার্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে নারী ও বালিকাদের মানবাধিকার লঙ্ঘনজনিত বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় গত ২৯ আগস্ট সাতক্ষীরা জেলা শহর থেকে নিখোঁজ হওয়া ৮ম শ্রেণিতে পড়–য়া স্কুল ছাত্রীকে উদ্ধারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানানো হয়।
সভায় সম্প্রতি পাবনার সংবাদ কর্মী সুবর্ণা নদীকে হত্যার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় এবং অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন, নিউজ নেটওয়ার্ক সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাধারণ সম্পাদক সাংবাদিক এম কামরুজ্জামান, কোষাধ্যক্ষ নাজমুল আলম মুন্না, সদস্য অ্যাডভোকেট নাজমুল নাহার ঝুমুর, সদস্য শাখাওয়াত উল্লাহ ও সদস্য সুমন মুখার্জী।