ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের ডিজিটাল কর্নারে বেসরকারি সংস্থা সহায় এ কর্মশালার আয়োজন করে।
সহায়’র নির্বাহী পরিচালক জামিলা সুলতানার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা খাতুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর থানার ইন্সপেক্টর কালাম হোসনে, সহায় প্রকল্প সমন্বয়কারি শেখ মাসুদ মোস্তফা সোহেল, ডেপুটি প্রগোম অফিসার সোমা দত্ত প্রমুখ।
কর্মশালায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আইনের যথাযথ প্রয়োগে কঠোর হওয়ার আহবান জানানো হয়।