Site icon suprovatsatkhira.com

নামাজ ও জিকির আল্লাহর সান্নিধ্য লাভের প্রধান উপায়: পীর সাহেব চরমোনাই

কালিগঞ্জ প্রতিনিধি: পীর সাহেব চরমোনাই মাওলানা মুফতী সৈয়দ মো. রেজাউল করিম বলেছেন, ইসলামী শরীয়তের মূল ভিত্তিগুলো অনুসরণ করা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যিক। এর মধ্যে মহান আল্লাহর নৈকট্য লাভের উত্তম পন্থা হলো নামাজ। নামাজের পাশাপাশি জিকির করলে অন্তর পরিষ্কার হয়। জান্নাত লাভ সহজ হয়। শুধুমাত্র দুনিয়ার কর্মকাÐ নিয়ে ব্যস্ত না থেকে আখিরাতের কল্যাণে কাজ করতে হয়।
সোমবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় কালিগঞ্জের ভদ্রখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর এসব কথা বলেন।
বিশিষ্ট সমাজসেবক শেখ আবুল খায়েরের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সাতক্ষীরা পরানদাহ মাদ্রাসার মুহতামিম মুফতি মো. রবিউল ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মসজিদের ইমাম মাওলানা এহছানুর রহমান প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version