Site icon suprovatsatkhira.com

নলতায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ১৬০তম শাখার উদ্বোধন

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের নলতা শরীফ সুপার মার্কেটের ২য় তলায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড এর ১৬০তম শাখার উদ্বোধন করা হয়েছে।
রোববার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক মো. হারুন-অর-রশিদ খান।
এসময় বক্তব্য রাখেন, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের যুগ্ম-সম্পাদক সাইদুর রহমান, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিছুজ্জামান খোকন, নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফায়েল আহমেদ ও নলতা মোবারকনগর বাজার কামিটির সভাপতি আব্দুস সোবহান।
ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. হাবীব উল্লাহ ও ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব মাওলানা আবু সাইদ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version