Site icon suprovatsatkhira.com

নওয়াপাড়ায় ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী সমাবেশ

নওয়াপাড়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটার নওয়াপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৪টায় ইউনিয়নের ডায়মন্ড ক্লাব চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাছেদ আলীর সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্য রাখেন নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমঙ্গীর হোসেন সাহেব আলী।
সমাবেশে নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়ের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ছাত্র নেতা ও কেন্দ্রীয় উপকমিটির সাধারণ সম্পাদক আফছার ঊদ্দিন বাবলু।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মনিরুজ্জামান মনি, মীর আবু দাউত, আবু জাফর, তাপস রায়, প্রভাস চন্দ্র বসু, শুধাংশু মÐল, হযরত আলী, আব্দুল সেলিম, খালেদা আক্তার মনি, তপতি রানী প্রমুখ। সমাবেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য বিশেষভাবে আহবান জানানে হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version