ডেস্ক রিপোর্ট: সদর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ধুলিহর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার কেন্দ্রে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়েছে। শুক্রবার বিকেলে এই প্রামাণ্য চিত্র প্রদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধুলিহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিন আলম সাদ্দাম। আরও বক্তব্য রাখেন ধুলিহর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুল মজিদ, ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, যুবলীগ নেতা মেহেদী হাসান শিমুল, ২নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সাকলাইন মেহবুব, সাধারণ সম্পাদক মাহফুজ আহম্মেদ, ৮নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান-উজ্জামান, ছাত্রলীগ নেতা মঞ্জুরুল ইসলাম, বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সভাপতি মো. মশিউর রহমান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান সরকার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে আবারো আ.লীগকে বিজয়ী করতে হবে। গ্রামাঞ্চলের সাধারণ মানুষ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে অনেক সময় জানতে পারে না। এজন্য ছাত্রলীগের পক্ষ থেকে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরতে এই প্রামাণ্য চিত্র প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।
ধুলিহরে ছাত্রলীগের উদ্যোগে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে প্রামাণ্য চিত্র প্রদর্শন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/