ধানদিয়া প্রতিনিধি: তালার ধানদিয়ায় ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) বিকালে ফুলবাড়ী হাইস্কুল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির সম্পাদক গাজী রহিমুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মহিবুল্লাহ মোড়ল। বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির নেতা আদিত্য মল্লিক, ফাহিমুল হক কিসলু, ওয়াজিদ কুমার রাজবংশী, নির্মল সরকার, চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, ডা. আব্দুল হান্নান, সোলাইমান সানা, ওয়াজেদ কুমার রাজবংশী, প্রভাষক মইনুল হাসান, নির্মল সরকার প্রমুখ।
সম্মেলন পরিচালনা করেন মুনজুর কাদির। সম্মেলনে রহমদ্দিন গাজীকে পুনরায় সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। তবে, সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় এ পদে কাউকে মনোনীত করা হয়নি।