Site icon suprovatsatkhira.com

ধর্মকে পুঁজি করে কেউ যেন অপতৎপরতা চালাতে না পারে সেজন্য সজাগ থাকুন: আসাদুজ্জামান বাবু

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুর সাথে সদর উপজেলার মাধ্যমিক শিক্ষকবৃন্দ মতবিনিময় করেছেন।
সোমবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় পিএন মাধ্যমিক বিদ্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিক্ষক সমিতি সদর উপজেলা শাখার সভাপতি মো. রেজাউল করিমের সভাপতিত্বে ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বিএম শামছুল হকের পরিচালনায় সভায় সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, প্রধান শিক্ষক আব্দুল লতিফ, আব্দুল জব্বার, মিজানুর রহমান, আমিনুর রহমান, মাগফুর রহমান, মোমিনুর রহমান, এজাজ, আবুল কাশেম, সহকারি শিক্ষক ঈদুজ্জামান ইদ্রীস, পল্টু বাসার, আব্দুল হক, মনোরঞ্জন মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি আসাদুজ্জামান বাবু বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। এ সরকারের আমলেই সবচেয়ে বেশি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ হয়েছে। শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর শিক্ষক-শিক্ষার্থীরা যে সকল সুযোগ সুবিধা পেয়েছে বিগত কোনো সরকারের আমলে এত সুযোগ সুবিধা পায়নি। একমাত্র বাংলাদেশেই বছরের প্রথমে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়। আর এটা শেখ হাসিনা সরকারের কল্যাণেই সম্ভব হয়েছে। সরকার ক্ষমতায় আসার পর শিক্ষকদের বেতন কাঠামো দ্বিগুণ করে দিয়েছে। দিয়েছে বহু সুযোগ সুবিধা। জাতীয়করণ করা হয়েছে বহু শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের জন্য চালু করে দিয়েছে উপবৃত্তি যাতে করে দরিদ্র শিক্ষার্থীরা বিনা খরচে লেখাপড়া করতে পারে। তিনি আরো বলেন, আমরা আর ২০১৩ সালের সেই ভয়াবহ পরিণতি দেখতে চাই না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সুখী সমৃদ্ধশালী সোনার বাংলা দেখতে চেয়েছিলেন। সেটা বাস্তবায়নের পথে। নিজ দেশের অর্থায়নে পদ্মা সেতু দৃশ্যমান। ডিজিটাল বাংলাদেশের কথা আমরা যখন প্রথম শুনতাম আমাদের কাছে স্বপ্নের মত মনে হতো। সেটাও বাস্তবে রূপ দিয়েছে বর্তমান সরকার। তার প্রমাণ আমরা ঘরে বসে দেশে বিদেশের সব খবরাখবর পাই। ধর্মকে পুঁিজ করে আর যাতে কেউ এদেশে অপতৎপরতা চালাতে না পারে সেজন্য আমাদের সজাগ থাকতে হবে। রাস্তাঘাট, বিদ্যুৎ, স্বাস্থ্যসহ এমন কোনো সেক্টর নেই যেখানে বর্তমান সরকারের উন্নয়নের ছোয়া লাগেনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা প্রতীককে বিজয়ী করে শেখ হাসিনার সরকারকে আবারও এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আনার আহবান জানান তিনি।
পরে বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার কমিটি গঠনের লক্ষ্যে সদর উপজেলা থেকে প্রতিনিধি প্রেরণের ডেলিগেট সম্মেলন ২০১৮ অনুষ্ঠিত হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version