সেপ্টেম্বর ৫, ২০১৮
দেয়াড়ায় রোপা আমনের ভাসমান বীজতলা
![]() খোরদো (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়া উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে জলাবদ্ধ এলাকায় রোপা আমন ধানের ভাসমান বীজতলা তৈরি করা হয়েছে। উপজেলার দেয়াড়ায় এই ভাসমান বীজতলা তৈরি করে ধানের চারা উৎপাদনে সক্ষম হয়েছেন চাষীরা। এই পদ্ধতিকে আপদকালীন সময়ে জলাবদ্ধতা সত্তে¡ও ধান চাষের ক্ষেত্রে বীজতলা রক্ষণাবেক্ষণের সোপান হিসেবে ভাবছে কৃষি অফিস। 8,944,597 total views, 347 views today |
|
|
|