Site icon suprovatsatkhira.com

দেয়াড়ায় কপোতাক্ষ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

সরদার কালাম, (খোরদো) কলারোয়া: ‘খেলাধূলাকে হ্যাঁ বলুন, মাদককে না বলুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কলারোয়ার দেয়াড়ায় কপোতাক্ষ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে।
শনিবার (১৫ সেপ্টেম্বর) সকালে খোরদো হাইস্কুল মাঠে কপোতাক্ষ ফুটবল একাডেমি আয়োজিত চার দলীয় এই ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন দেয়াড়া ইউপি চেয়ারম্যান গাজী মাহবুবুর রহমান মফে। ুউদ্বোধনী খেলায় মুখোমুখি হয় শেখ জামাল ক্রীড়া চক্র ও শেখ কামাল ক্রীড়া চক্র। খেলার প্রথমার্ধে শেখ জামাল ক্রীড়া চক্র ১ গোল করে। পরে শেখ কামাল ক্রীড়া চক্রও ১ গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনে। কোন পক্ষই আর গোল করতে না পারায় খেলাটি ড্র হয়।
এদিকে, পরবর্তী খেলায় মুখোমুখি হয় শেখ রাসেল ক্রীড়া চক্র ও আবু নাসের ক্রীড়া চক্র। এই খেলায় শেখ রাসেল ক্রীড়া চক্র ২-০ গোলে আবু নাসের ক্রীড়া চক্রকে পরাজিত করেছে।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন খোরদো ক্যাম্পের পুলিশ সদস্য সোহেল রানা এবং ধারা ভাষ্যকারের দায়িত্ব পালন করেন পলাশ কুমার ঘোষ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version