সেপ্টেম্বর ২৩, ২০১৮
দেশে নৌকার জোয়ার বইছে: এমপি রবি
![]() ডেস্ক রিপোর্ট: “জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের প্রতিফলনে দেশে এখন নৌকার জোয়ার বইছে। সরকারের ধারাবাহিকতা আছে বলেই অনেকের বিরোধিতার পরও পদ্মা সেতু নির্মাণের কার্যক্রম শুরুর পাশাপাশি বিদ্যুৎ সমস্যার সমাধান হয়েছে। ইতোমধ্যে পদ্মা সেতু দৃশ্যমানও হয়েছে। গ্রাম পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত হয়েছে। প্রবৃদ্ধি বেড়েছে। তথ্য প্রযুক্তি খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। সব মিলিয়ে সর্বত্র এখন দৃশ্যমান উন্নয়নের ছড়াছড়ি। আগামী নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের বিজয়ে শতভাগ আশাবাদী বাংলার জনগণ। দেশের সর্বস্তরের মানুষের বিবেচনায় অসাম্প্রদায়িকতা, শান্তি, উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য একমাত্র আওয়ামী লীগই পরিক্ষিত রাজনৈতিক শক্তি। এ ক্ষেত্রে আওয়ামী লীগের বিকল্প আওয়ামী লীগ। বিএনপি স্বাধীনতাবিরোধীদের পাশাপাশি জঙ্গি অপশক্তিকে লালন-পালন করে বলেই মানুষ তাদের কাছে কিছু আশা করে না। মানুষ তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের ওপর জনগণের আস্থা আরও বৃদ্ধি পেয়েছে বলেই আবারো হবে নৌকার বিজয় হবে ইনশাল্লাহ।” সরকারের উন্নয়ন কর্মকা- ও সাফল্য তুলে ধরে সদরের ১৩নং লাবসা ইউনিয়নের মাগুরা ৮নং ওয়ার্ডের কর্মকার পাড়া দূর্গা মন্দিরের সামনে অনুষ্ঠিত উঠান বৈঠকে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এসব কথা বলেন। 9,096,667 total views, 806 views today |
|
|
|