Site icon suprovatsatkhira.com

দেশের সর্ববৃহৎ উপজেলা হলেও শ্যামনগরে নেই ফায়ার সার্ভিস স্টেশন!

গাজী আল ইমরান, শ্যামনগর: দেশের সর্ববৃহৎ উপজেলা সাতক্ষীরার শ্যামনগর। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধশালী উপজেলা হিসেবে পরিচিতি হলেও এখানে নেই কোনো ফায়ার সার্ভিস স্টেশন। আর এর প্রয়োজনীয়তাও যেন কেউ উপলব্ধি করেনি কখনো। অথচ প্রতিবছর এ উপজেলার বিভিন্ন এলাকায় অগ্নিকাÐের ঘটনায় মানুষের কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হচ্ছে।
উপজেলা শহরে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় উপজেলা শহর ও প্রত্যন্ত এলাকার হাট-বাজারগুলোর দোকানপাট, শিল্প প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন লাগলেও স্থানীয় ব্যবস্থা ছাড়া সরকারিভাবে আগুন নেভানোর কোনো উপায় নেই। খবর পেলে ফায়ার সার্ভিস আসে কালিগঞ্জ থেকে। ফলে ভয়াবহ অগ্নিকাÐের কবল থেকে সম্পদ রক্ষায় সরকারি কোনো ব্যবস্থা না থাকায় মানুষ অপূরণীয় ক্ষতির শিকার হচ্ছেন। ফায়ার সার্ভিস স্টেশন শুধুমাত্র এ অঞ্চলের অগ্নিনির্বাপক হিসেবে নয়, উপকূলীয় এলাকা হিসেবেও অবশ্যই দাবিদার। কারণ এ অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ নিত্য দিনের সঙ্গী।
উপজেলা পরিষদ, ব্যাংক বীমা অফিস, অর্ধশত এনজিওসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আবাসিক হোটেলসহ গুরুত্বপূর্ণ ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। যা সব সময় ঝুঁকির মধ্যে থাকে। আইলা দুর্গত এবং উপকূলীয় অঞ্চল হিসেবে বিদেশী নাগরিকরা এখানে অবস্থান করে। আসে পর্যটকও। উপজেলা সদরের বাজারগুলোর কোথাও অগ্নিকাÐের ঘটনা ঘটলে ১৮ কিলোমিটার দূরত্বে পার্শ্ববর্তী কালিগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিসের ওপর ভরসা করতে হয়। কালিগঞ্জ উপজেলা থেকে দমকল বাহিনীর গাড়ি ঘটনাস্থলে পৌঁছতে পৌঁছতে সব কিছু আগুনে পুড়ে ছায় হয়ে যায়।
ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের বিষয়ে শ্যামনগর হাট বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মো. ফিরোজ হোসেন বলেন, শ্যামনগর উপজেলার মত এমন একটি উপজেলাতে ফায়ার সার্ভিস না থাকা খুবই দুঃকজনক ব্যাপার। বিগত কয়েক বছরে বাজারের বিভিন্ন দোকানে আগুন লেগে সমস্ত মালামাল পুড়ে ছায় হলেও আমরা কিছুই করতে পারেনি। এ সমস্ত অগ্নিকাÐে এক এক জনের ক্ষতির পরিমাণ প্রায় ৩০-৪০ লক্ষ টাকা। এরপরেও আমাদের মত এই হতভাগা উপজেলাটি ফায়ার সার্ভিসের সুবিধা থেকে বঞ্চিত রয়েছে।
শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবু বলেন, শ্যামনগর বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় উপজেলা হলেও পরিতাপের বিষয় হলো এই উপজেলায় কোনো ফায়ার সার্ভিস স্টেশন নেই। সদর এলাকাসহ উপজেলার প্রতিটি জনপদ অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে। অতি অল্প সময়ের মধ্যে শ্যামনগর সদর পৌরসভায় রূপান্তরিত হবে বলে আশা রাখছি। সুতরাং এখনি একটি ফায়ার সার্ভিস স্টেশন হওয়া প্রয়োজন বলে মনে করছি এবং এটি এ অঞ্চলের মানুষের প্রাণের দাবি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান বলেন, দেশের বৃহৎ উপজেলা হিসেবে আরো আগেই উপজেলাটিতে ফায়ার সার্ভিস স্টেশন প্রয়োজন ছিলো। আমরা ফায়ার সার্ভিস স্টেশন তৈরির লক্ষ্যে মন্ত্রণালয়ে যোগাযোগ অব্যাহত রেখেছি। অতি অল্প সময়ের মধ্যে শ্যামনগরবাসী এর সুফল পাবে বলে আশা রাখি।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version