ডেস্ক রিপোর্ট: দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু রায়হান হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি মনিরুজ্জামান মনিরকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সখিপুর মোড় থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, ২০১৩ সালে সরকার বিরোধী আন্দোলনের নামে সারাদেশের ন্যায় দেবহাটায় জামায়াত-শিবিরের তাÐবলীলা ও নৃশংস হত্যাযজ্ঞ সংঘটিত হয়। এরই ধারাবাহিকতায় ২১ নভেম্বর পারুলিয়া বাসস্ট্যান্ডে প্রকাশ্যে আবু রায়হানকে কুপিয়ে হত্যা করে জামায়াত-শিবিরের সশস্ত্র সন্ত্রাসীরা।
এ ঘটনায় নিহত আবু রায়হানের মা জাহানারা বেগম বাদী হয়ে দেবহাটা থানায় একটি হত্যা মামলা (নং- ৫) দায়ের করেন। ঐ রাতেই মামলার ১১নং এজাহার নামীয় আসামি মনিকে আটক করে জেলহাজতে প্রেরণ করে পুলিশ। কিন্তু পরবর্তীতে মনি আদালত থেকে জামিনে মুক্তি নিয়ে সখিপুর মোড় সংলগ্ন শ্বশুর বাড়িতে আত্মগোপনে থেকে দীর্ঘদিন যাবৎ সক্রিয় অবস্থান নিচ্ছিল। এ ব্যাপারে দেবহাটা পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। যার নং- ১১/৮/১৮।
দেবহাটায় রায়হান হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি গ্রেফতার
https://www.facebook.com/dailysuprovatsatkhira/