Site icon suprovatsatkhira.com

দেবহাটায় মারপিটে আহত ১

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার হাদিপুরে ট্রলিসহ ভারী যানবাহন চলাচলে রাস্তা নষ্ট হওয়ায় হাদিপুরে গ্রামের জিন্নাত মিস্ত্রীর ছেলে জেহের আলী রাস্তায় গাছ পুতে রাখে। রাস্তাটি বৃষ্টিতে নষ্ট হয়ে যাওয়ায় একই গ্রামের মজিবর গাজীর ছেলে আবু বকর নিজের টাকায় রাস্তা সংস্কার করতে বালু নিয়ে আসে। সেই স্বার্থে আবু বকর রাস্তার উপর থেকে গাছের ডাল দুইটি উপড়ে ফেলে। এসময় জেহের আলী ও আবু বকরের মধ্যে বাকবিত-া শুরু হয়। এক পর্যায়ে জেহের আলী আবু বকরকে মারপিট করে। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে দেবহাটা থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে।
এ ব্যাপারে আহত আবু বকর বলেন, বৃষ্টিতে রাস্তাটি নষ্ট হয়ে যাওয়ায় পুনরায় রাস্তাটি সংস্কারের জন্য আমি নিজের টাকায় বালু নিয়ে আসি। তাই বালু নিয়ে যাওয়ার জন্য রাস্তার উপর থেকে ডাল দুটি তুলে ফেলি। কিন্তু জেহের আলী রাস্তা থেকে ডাল দুইটি কেন তুলেছি কৈফিয়ত চাওয়ার এক পর্যায়ে আমার উপর ক্ষেপে গিয়ে আমাকে মারপিট করে।
এ বিষয়ে জেহের আলীর ছোট ভাই সাজ্জাত হোসেন সাজু বলেন, আবু বকর বৃষ্টির সময় বাড়িতে ট্রলি আনা নেওয়া করে রাস্তা নষ্ট করে ফেলেছে। তার স্বার্থে সে রাস্তার ডাল তুলে রাস্তা সংস্কার করতে যায়। আমার ভাইয়ের সাথে কথা কাটাকাটি হয়ে সামান্য হাতাহাতি হয়েছে। তবে আমরা নিজেদের মধ্যে আপোস করে মিমাংশা করে নিয়েছি।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version