দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কোমরপুরে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ করার ঘটনায় মিনহাজ নামের এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার হাফিজ-আল-আসাদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এই সাজা প্রদান করে। সাজাপ্রাপ্ত বখাটে যুবক উপজেলা উত্তর কোমরপুর গ্রামের আবুল হোসেনের ছেলে মিনহাজ হোসেন।
ঘটনা সূত্রে জানা যায়, শনিবার দুপুরে কোমরপুর দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায় বখাটে মিনহাজ হোসেন। বিষয়টি মাদ্রাসার ম্যানেজি কমিটির সভাপতি ও জেলা পরিষদের সদস্য আল ফেরদৌস আলফাকে জানানো হয়। মাদ্রাসার সভাপতি এবং স্থানীয় ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন হিরার যৌথ প্রচেষ্টায় আলিপুর এলাকা থেকে মিনহাজকে আটক ও অপহৃত মেয়েটিকে উদ্ধার করা হয়। পরে মিনহাজকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজ-আল-আসাদ তাকে তিন মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন।
এ ব্যাপারে মাদ্রাসার সভাপতি আল ফেরদৌস আলফা বলেন, এ ধরনের কোন অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
দেবহাটায় মাদ্রাসা ছাত্রীকে অপহরণ করায় যুবকের ৩ মাসের জেল
https://www.facebook.com/dailysuprovatsatkhira/