দেবহাটা (সদর) প্রতিনিধি: দেবহাটায় ভিডিসি সদস্যদের সাথে বাৎসরিক কাজের অগ্রগতি মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় সদর ইউনিয়ন পরিষদ চত্বরে ওয়ার্ল্ড ভিশনের ইনহোল্ডার প্রজেক্টের আওতায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় দেবহাটা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আজগর আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. হাবিবুর রহমান মাছুম ৪, ৫, ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোছা. রোকেয়া খাতুন প্রমুখ। সভায় সভাপতি বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আশাশুনি এডিপি দেবহাটা ইউনিয়নের উন্নয়নের কাজ করে যাচ্ছে। আমাদের সকলের উচিত তাদেরকে সাহায্য করা।
ইনহেল্ডার প্রকল্পের প্রোগ্রামার অফিসার রফিকুল ইসলাম বলেন, অপুষ্টিতে ভোগা শিশুদের মায়েদের নিয়ে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। কীভাবে শিশুরা অপুষ্টি থেকে বেরিয়ে আসতে পারে সেজন্য ওয়ার্ল্ড ভিশনের মহিলা মাঠ কর্মীরা কাজ করে যাচ্ছে। মাঠকর্মীরা অপুষ্টিতে ভোগা মায়েদের বিভিন্ন দিকনির্দেশন দিচ্ছে। কীভাবে পুষ্টিকর খাদ্য তৈরি করা যায় সেটা মাঠকর্মীরা হাতে কলমে শিখিয়ে দিচ্ছে। যে সমস্ত এলাকায় সুপেয় পানির ব্যবস্থা নেই সে সমস্ত এলাকায় সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। দেবহাটার বিভিন্ন স্থানে স্যালো কল ও ডিপ টিউবওয়েল স্থাপন করা হয়েছে। পারুলিয়া ইউনিয়নে ২৫টি গরু ও ৪৮০টি হাঁস এবং দেবহাটা ইউনিয়নে ২৫টি গরু ও ৪৮০টি হাঁস বিতরণ করা হয়েছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. সফিকুল ইসলাম।
দেবহাটায় ভিডিসি সদস্যদের অগ্রগতি মূল্যায়ন সভা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/