Site icon suprovatsatkhira.com

দেবহাটায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

দেবহাটা (সদর) প্রতিনিধি: দেবহাটায় পানিতে ডুবে শাহিন আলম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার চিনেডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে। সে ওই গ্রামের আবজাল হোসেনের ছেলে।
নিহত শিশুর মা আরজিনা বেগম জানান, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকালে তার স্বামী কাজে যায়। ছেলে শাহিন আলম ও তিনি বাড়িতেই ছিলেন। বাড়িতে সাংসারিক কাজ শেষ করে ছেলে শাহিন আলমের খোঁজ নিলে কোথাও তাকে খুঁজে না পেয়ে বাড়ির আশেপাশেসহ বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেন। স্থানীয়রা সকাল ৯টার দিকে বাড়ির পাশের পুকুরে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে। পরে দেবহাটা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version