Site icon suprovatsatkhira.com

দেবহাটায় ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেইজ প্রকল্পের কর্মশালা উদ্বোধন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা গণনাকারীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টায় সখিপুর সরকারি খান বাহাদুর আহছান উল্লা কলেজে ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেইজ (এনএইচডি) প্রকল্পের আওতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় উপস্থিত থেকে গণনাকারীদের মাঝে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, উপজেলা সেন্সর কো-অর্ডিনেটর মোস্তাফিজুর রহমান ও জোনাল অফিসার স্যার এসএম এরশাদ আলী। এসময় সখিপুর ইউনিয়নের পাঁচ জন সুপারভাইজার ও ২৬ জন গণনাকারী উপস্থিত ছিলেন।
কর্মশালাটি চলবে আগামী (২৪ সেপ্টেম্বর) সোমবার পর্যন্ত। প্রশিক্ষণ শেষে, গণনাকারী উপজেলার প্রতিটি এলাকায় সাক্ষাৎকারের ভিত্তিতে খানার সংখ্যা, ধরণ, জমির পরিমাণ, খানার সদস্যদের শিক্ষা ও কর্মের অবস্থান, টয়লেটসহ বিভিন্ন তথ্যাদি সংগ্রহ করবেন। এসময় প্রতিটি খানার সদস্যদের জাতীয় পরিচয় ও জন্মনিবন্ধন দেখাতে হবে। এই ডাটাবেজে তথ্য প্রদান করে দেশের উন্নয়নে অংশ নিতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। একইভাবে উপজেলার চারটি ইউনিয়নে এই কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version