Site icon suprovatsatkhira.com

দেবহাটায় নির্বাচনী পথসভায় ডা. রুহুল হক : দেশের উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন

মীর খায়রুল আলম, দেবহাটা: দেবহাটায় নির্বাচনী পথসভা করেছেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য আ.ফ.ম রুহুল হক। বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঈদগাহ হাটবাজার শহীদ মিনার চত্বরে এই পথসভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা আওয়ামী লীগের সদস্য দুলাল চন্দ্র ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি বলেন, বর্তমান সরকারের উন্নয়নের কথা বলে শেষ করা যাবে না। বছরের শুরুতে শিশুদের হাতে নতুন বই তুলে দিয়েছে সরকার। দেবহাটা উপজেলা শতভাগ বিদ্যুতায়নের আওতায় এসেছে। অন্যান্য উপজেলাও দ্রুত শতভাগ বিদ্যুতায়নের আওতায় আসবে। চিকিৎসা সেবার মান উন্নয়নে দেশের বিভিন্ন এলাকায় মেডিকেল কলেজ নির্মাণ করা হচ্ছে। দেশের প্রতিটি এলাকায় ১০ টাকা কেজি দরে চাল বিতরণ করা হচ্ছে। ভিজিডি, ভিজিএফ, বয়স্কভাতা, বিধবা ভাতার সুবিধাভোগীদের সংখ্যা দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। দেশে এখন উন্নয়নের জোয়ার বইছে। শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকায় এক সাথে দেশে এত উন্নয়ন সম্ভব হয়েছে। আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি জামায়াত যেন অরাজকতা সৃষ্টি না করতে পারে সে বিষয়ে সবাই সজাগ থাকবেন। এ সময় তিনি নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে তথ্য ও প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নানের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুল হাই, কৃষি বিষয়ক সম্পাদক শরিফ বিশ^াস, সদস্য মাহবুবুল হক ফয়জুল, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হক লাভলু, কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল কুদ্দুস, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবু তাহের, তাঁতি লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আকবর আলী, সখিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রব লিটুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version