সখিপুর (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটায় নিরাপদ ফসল উৎপাদনের লক্ষ্যে পার্চিং উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার ঈদগাহ মাঠে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার জসিম উদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বদরুজ্জামান, কৃষি সম্প্রসারণ অফিসার শওকত ওসমান, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার শাহাজাহান আলী, উপ-সহকারি কৃষি অফিসার ইব্রাহিম খলিল, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ, জিএম আল মামুন, ফার্মাস ফ্যাসিলিটেটর খলিলুর রহমান, আরশাদ আলী প্রমুখ।
6,558,209 total views, 231 views today