দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় জয়িতা অন্বেষণে বাংলাদেশ-২০১৮ শীর্ষক কর্মসূচিতে আবেদন গ্রহণ শুরু হয়েছে।
উপজেলা মহিলা বিষয়ক অধিদফতর সূত্রে জানা গেছে, পাঁচটি ক্যাটাগরিতে নারীদের আবেদন গ্রহণ শুরু হয়েছে। উপজেলার প্রত্যেক ইউনিয়ন থেকে অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী, সফল জননী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী- এসব ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন। প্রত্যেকে স্ব স্ব ইউনিয়ন পরিষদ থেকে আবেদন ফর্ম নিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করে মহিলা বিষয়ক অফিসে জমা দিতে পারবে। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে। আবেদনকারীদের মধ্য থেকে পাঁচজন নারীকে বাছাই করে উপজেলা পর্যায়ে সম্মাননা জানানো হবে।