Site icon suprovatsatkhira.com

দেবহাটায় চুরির ঘটনায় আইন শৃঙ্খলা কমিটির সভায় তোলপাড়

মীর খায়রুল আলম, দেবহাটা: দেবহাটায় একের পর এক চুরির উদ্বেগ প্রকাশ করেছে আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা। এনিয়ে সোমবার উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় তোলপাড় শুরু হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার হাফিজ আল-আসাদ সকল চেয়ারম্যানের উদ্দেশ্যে বলেন, সন্ধ্যার পর অযথা বাইরে ঘোরাঘুরি না করে নিরাপদ স্থানে অবস্থান করবেন। প্রতিটি ইউনিয়নের দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে প্রশাসনকে তথ্য দিয়ে আইনের আওতায় আনতে হবে। জাতীয় নির্বাচনকে ঘিরে এলাকার শান্তি বিনষ্ট করার চেষ্টা করলে তাকে আইনের আওতায় আনা হবে। দেশের চলমান উন্নয়নে সকলকে অংশগ্রহণ করতে হবে। উন্নয়নের অগ্রযাত্রায় অংশ নিয়ে সোনার বাংলাদেশ গড়তে হবে।
বিভিন্ন প্রশ্নের উত্তর ও বক্তব্যে দেবহাটা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী বলেন, চুরিসহ সকল অপরাধ নির্মূলে ইতোমধ্যে পুলিশ মাঠে নেমেছে। টহল বৃদ্ধি করা হয়েছে। চোর ধরা কমিটির মাধ্যমে সচেতনতা সৃষ্টি ও তাদের সন্ধান বের করতে বিভিন্ন পন্থায় কাজ করছি। এছাড়া বিগত মাসে থানায় চারটি মামলা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে দুইটি নারী ও শিশু নির্যাতন, দুইটি ধর্ষণ মামলা দায়ের রয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় সড়ক দুর্ঘটনা এড়াতে বিভিন্ন উদ্যোগের পাশাপাশি উপজেলার প্রতিটি বিদ্যালয়ের সামনে স্পিড ব্রেকার নির্মাণের পরামর্শ দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।
এদিকে, সভায় কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যানকে গুলি করে ও কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। চেয়ারম্যান মোশারফ হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করার দাবি জানান বক্তারা।
এছাড়া নাশকতা, জঙ্গীবাদ, নারী নির্যাতন, মাদকদ্রব্য কেনাবেচা বন্ধ, বাল্যবিবাহ প্রতিরোধ, চোরাচালন বন্ধ, গ্রাম আদালত চালুসহ বিভিন্ন সিন্ধান্ত গ্রহণ করা হয়। একই সাথে উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহারের প্রচেষ্টায় একাধিক বাল্য বিবাহ বন্ধ করায় তার প্রশংসা করা হয়।
সোমবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ আল-আসাদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, কুলিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান আছাদুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব প্রমুখ।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার বদরুজ্জামান, কৃষি অফিসার জসিম উদ্দীন, প্রাণি সম্পদ অফিসার বিষ্ণুপদ বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই, প্রাথমিক শিক্ষা অফিসার প্রণব কুমার মল্লিক, মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহার, সরকারি মডেল পাইলট হাইস্কুলর প্রধান শিক্ষক মদন মোহন পালসহ সকল সদস্যবৃন্দ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version