দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় সদর ইউনিয়নের ৫ ও ৬নং ওয়ার্ড শ্রমিক লীগের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৪টায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সদর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি শেখ রাজিব হোসেন জজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবু তাহের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল রউফ, দপ্তর সম্পাদক আব্দুস সেলিম, উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব, উপজেলা শ্রমিক লীগের সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহিন সিরাজ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি অমিত হাসান সবুজ প্রমুখ।
সম্মেলনে ৫নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি হিসেবে আব্দুস সেলিম, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক রহমত আলী ও ৬নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি হিসেবে মিজানুর রহমান, সাধারণ সম্পাদক শরিফুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর নির্বাচিত হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শ্রমিক লীগের দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ ও সদর ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।
দেবহাটায় ওয়ার্ড শ্রমিক লীগের দ্বি-বার্ষিক সম্মেলন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/