Site icon suprovatsatkhira.com

দেবহাটায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাকিং কেন্দ্র উদ্বোধন

পারুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটায় গ্রাহক প্রত্যাশিত নিরাপদ আর্থিক লেনদেন ও উন্নত মানের সেবা প্রদানের অঙ্গীকার নিয়ে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার পারুলিয়া বাস স্ট্যান্ডের আনছার প্লাজার দো’তলায় কালিগঞ্জ শাখার তত্ত্বাবধানে ও এমকে ট্রেডার্সের পরিচালনায় পারুলিয়া এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করেন ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব খুলনা ডিভিশন মো. মাকসুদুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মান্নান আলী, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, পারুলিয়া বাজার ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি ও ফেয়ার কম্পিউটার অ্যান্ড ফেয়ার মিশনের পরিচালক মো. আব্দুল কাদের মহিউদ্দীন, ইসলামী ব্যাংকের কালিগঞ্জ শাখা প্রধান মুজিবর রহমান, এমকে ট্রেডার্সের পরিচালক মুরাদুল ইসলাম প্রমুখ।
এ কেন্দ্র থেকেই ব্যাংকের বিভিন্ন ধরণের হিসাব খোলা, নগদ টাকা জমা ও উত্তোলন, ইসলামী ব্যাংকসহ অন্য যেকোন ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার, এটিএম কার্ড গ্রহণ, বিদেশ থেকে পাঠানো টাকা উত্তোলন, হিসাবের ব্যালেন্স অনুসন্ধান ও সংক্ষিপ্ত বিবরণ, ক্লিয়ারিং চেক ও এমআইসি চেক গ্রহণ, ইন্টারনেট ব্যাংকিংয়ের যাবতীয় সুবিধা গ্রহণ, ক্ষুদ্র ও কৃষি বিনিয়োগ ঋণ গ্রহণ, বিদ্যুত বিলসহ অন্যান্য ইউটিলিটি বিল প্রদান, পিওএস মেশিনের মাধ্যমে ইসলামী ব্যাংক ও অন্যান্য ব্যাংকের টাকা কার্ড দিয়ে উত্তোলনসহ বাংলাদেশ ব্যাংক অনুমোদিত যেকোন ব্যাংকিং সেবা গ্রাহকরা পাবেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version