Site icon suprovatsatkhira.com

দেবহাটার সরকারি কেবিএ কলেজে শিক্ষক পর্ষদ গঠন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার সখিপুরের সরকারি খানবাহাদুর আহ্ছান উল্লা কলেজে সাত সদস্য বিশিষ্ট শিক্ষক পর্ষদ গঠিত হয়েছে। বুধবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১২টায় কলেজের শিক্ষক মিলনায়তনে এ উপলক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় কলেজের অধ্যক্ষ মো. রিয়াজুল ইসলামের সভাপতিত্বে ও উপাধ্যক্ষ মো. আব্দুল মজিদের সঞ্চালনায় আগামী এক বছরের জন্য সাত সদস্য বিশিষ্ট শিক্ষক পর্ষদ গঠন করা হয়। সভাপতি পদে পদাধিকার বলে অধ্যক্ষ মো. রিয়াজুল ইসলাম ও সহ-সভাপতি পদে পদাধিকার বলে উপাধ্যক্ষ মো. আব্দুল মজিদ নির্বাচিত হন। এদিকে সাধারণ সম্পাদক পদে ৬২ জন শিক্ষকের মধ্যে ৫৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে সহকারি অধ্যাপক মো. মইনুদ্দিন খান ৩০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হন। যুগ্ম-সম্পাদক পদে ভূগোল বিষয়ের বিভাগীয় প্রধান মো. আব্দুল আজিজ ও অর্থ সম্পাদক পদে হিসাববিজ্ঞান বিষয়ের সহকারি অধ্যাপক মো. মাসুদ করিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ক্রীড়া সম্পাদক পদে শরীর চর্চা শিক্ষক ৫৭ ভোটের মধ্যে ৩৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী পান ২৩ ভোট। সাংস্কৃতিক সম্পাদক পদে জীববিজ্ঞানের মো. আবু তালেব বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নবগঠিত শিক্ষক পর্ষদের সাধারণ সম্পাদক (মো. মইনুদ্দিন খান) গঠনতন্ত্রের আলোকে পদাধিকার বলে সরকারি নির্দেশনা অনুযায়ী কলেজের প্রতিটি বিষয়ের বিভাগীয় প্রধানদের নিয়ে অনুষ্ঠিতব্য একাডেমিক কাউন্সিলের সভায় অন্যতম সদস্য হিসেবে অংশগ্রহণ করবেন। এছাড়া একাডেমিক কাউন্সিলের সভাপতি হলেন পদাধিকার বলে অধ্যক্ষ ও সাধারণ সম্পাদক পদাধিকার বলে উপাধ্যক্ষ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version