তেঁতুলিয়া প্রতিনিধি: তালার তেঁতুলিয়া মোড়ল পাড়ার একটি বিল থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ সেপ্টেম্বর) সকালে তালা থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী রাসেল জানান, খুলনা-পাইকগাছা সড়কের পাশে তেঁতুলিয়ায় বিলের ধান ক্ষেতে অজ্ঞাত এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে জমি মালিক আশপাশের লোকদের জানায়। পরে লোক মারফত খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়। উদ্ধার হওয়া লাশটির নাম পরিচয় না পাওয়ায় আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।