সমুদ্র শাহরিয়ার
তুমি আমার মিস্টি সকাল আকাশ জুড়ে রঙের মেলা রবি ঠাকুরের গানে গানে সন্ধ্যা বেলার মেঘমালা।
তুমি আমার তপ্ত দুপুর ঘামে শরীর ভিজে যাওয়া একলা পেলে জড়িয়ে ধরে অন্ধকারে চুমু খাওয়া।
তুমি আমার শরৎ বিকেল কাশফুলের নরম ছোঁয়া তোমায় ছাড়া শূন্য জীবন চারিদিকে ধোঁয়া ধোঁয়া।
তুমি আমার আবেগী রাত দুঃখ সুখের গল্প বলা সকল অতীত ভুলে গিয়ে নতুন করে পথ চলা।
তুমি চাঁদের একটি কণা আমার বুকে পড়লে ঝরে অনন্তকাল ভালবেসে রাখব তোমায় বুকে ধরে।
8,274,671 total views, 9,100 views today